ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে পানিবন্দিদের মধ্যে জামায়াতের উপহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৪
চাঁদপুরে পানিবন্দিদের মধ্যে জামায়াতের উপহার

চাঁদপুর: চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলায় পানিবন্দি মানুষের মধ্যে খাদ্যসামগ্রী উপহার হিসেবে বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা।  

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার চান্দ্রা ইউনিয়ন ও ফরিদগঞ্জ পৌরসভা, উপজেলার গুপ্টি ও দক্ষিণ ইউনিয়নে পাঁচ শতাধিক পরিবারের হাতে এসব খাদ্যসামগ্রী উপহার তুলে দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।

এ সময় কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, আল্লাহর সাহায্য কামনা করুন। ধৈর্য ধরুন। আশা করি, কম সময়ের মধ্যে বন্যার সমস্যা শেষ হয়ে যাবে। জামায়াত-শিবির নেতাকর্মীরা আপনাদের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, শুধু বন্যা, প্লাবন বা অন্য কোনো দুর্যোগে নয়। সব সময় মানবিক কাজে এভাবে জামায়াতে ইসলামী সাধারণ মানুষের পাশে থাকে।

চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রহিম পাটওয়ারী, নায়েবে আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদুল ইসলামী বুলবুল, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, শহর আমির অ্যাডভোকেট শাহজাহান খান, সদর উপজেলা আমির নাসির উদ্দিন, সেক্রেটারি মাওলানা আফসার উদ্দিন মিয়াজীসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।