ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৪
গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু  প্রতীকী ছবি

গোপালগঞ্জ: জেলার কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের তালতলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এনায়েত মোল্লা (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

 

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত এনায়েত একই গ্রামের মুনসুর মোল্লা ছেলে। তিনি পেশায় শ্যালোইঞ্জিন চালিত নসিমনের চালক ছিলেন।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব কুমার দাস জানান, সকালে নসিমন ধোয়ার জন্য বাড়ির পানির মটরের সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন এনায়েত। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময় ১৭১৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ