ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ধর্মীয় উপাসনালয় রক্ষার আহ্বান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৪
ধর্মীয় উপাসনালয় রক্ষার আহ্বান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ

ঢাকা: শেখ হাসিনার সরকারের পতনে সৃষ্ট পরিস্থিতিতে সারা দেশের ছাত্র-জনতাকে ছোট ছোট দলে ভাগ হয়ে নিজ নিজ এলাকার ধর্মীয় উপাসনালয় রক্ষার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।  

সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম এক বার্তায় এই আহ্বান জানান।

 

তারা বলেন, ছাত্র-জনতাকে আমি অনুরোধ করছি, সব বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে, যেন তারা ছোট ছোট দল গঠন করে নিজ নিজ এলাকার ধর্মীয় উপাসনালয়গুলো রক্ষা ও পাহারার ব্যবস্থা করেন, এই মুহূর্ত থেকেই।

অন্যদিকে আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে এক পোস্টে বলেছেন, দেশটা আমাদের। দেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের। কোনো সহিংসতায় জড়াবেন না।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২৪
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।