ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, নিহতের সংখ্যা বেড়ে ৪ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
মাগুরায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, নিহতের সংখ্যা বেড়ে ৪ 

মাগুরা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ডাকা  অসহযোগ আন্দোলনকে ঘিরে মাগুরা সদর, শ্রীপুর ও মহম্মদপুর উপজেলায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে  চারজনে দাঁড়িয়েছে বলে খবর পাওয়া গেছে।

এসব ঘটনায় আহত হয়েছেন অনেকে।

রোববার (৪ আগস্ট) দিনভর চলা সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বী (২৮), মহম্মদপুরের বালিদিয়া গ্রামের কালু মিয়ার ছেলে মো. সুমন শেখ (২৮), শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামের মস্তোফার ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালের ইসলামী ইতিহাস বিভাগের ছাত্র মো. ফরাহাদ হোসেন (২৫) ও  মহম্মদপুর উপজেলা সদরের ইউনুস আলীর ছেলে আহাদ হোসেন (১৮)।

মাগুরা পৌরসভার পারন্দুয়ালী ব্যাপারি এলাকায় সকালে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষে মেহেদি হাসান রাব্বি নিহত হন।  

সকালে মহম্মদপুর সদরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত হন সুমন। এ সংঘর্ষে গুরুতর আহত তিনজনকে মাগুরা ২৫০ শয্যা সদর হাপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা শহরের ভায়না মোড়ে একটি মাইক্রোবাসে আগ্নিসংযোগ ও জামান অ্যান্ড দত্ত ফিলিং স্টেশন ভাঙচুর করা হয়।  

এদিকে মহম্মদপুর উপজেলা ইউনিয়র বাসভবনে অগ্নিসংযোগ, উপজেলা চেয়ারম্যান বাসভবন ও গাড়িতে অগ্নিসংযোগ করেছেন আন্দোলনকারীরা।  

এসময় বেশ কয়েকজন পুলিশ সদস্য একটি দোকান ঘরে অবরুদ্ধ হয়ে পড়েন। পরে মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ গিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করেন এবং ইজিবাইকে করে বের করে দেন।  

স্থানীয়রা জানান, আন্দোলন শুরু হওয়ার পর থেকে দফায় দফায় সংঘর্ষ চলে। পুলিশ আন্দোলকারীদের প্রতিহত করতে টিয়ারসেল, গুলি ও রাবার বুটেল ছোড়ে।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।