ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মধুপুরে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৪
মধুপুরে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ি নামক স্থানে বাসের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন।

সোমবার (১৫ জুলাই) দুপুরে মধুপুর গোলাবাড়ি বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ঘৌহাতলী গ্রামের শুকুর মিয়ার ছেলে।

নিহতের স্ত্রী শাহানা পারভীন জানান, সকাল সাড়ে ১০টার দিকে তিনি, তার স্বামী আনোয়ার, ছোট বোন ও সাত বছরের ভাগ্নে সিএনজি চালিত অটোরিকশায় করে বাড়ি যাচ্ছিলেন। পথে গোলাবাড়ি নামক স্থানে মধুপুর থেকে আসা বিনিময় পরিবহন নামে একটি বাস তাদের অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশা থেকে রাস্তায় ছিটকে পড়েন আনোয়ার। এসময় চালক বাসটি তার ওপর দিয়ে চালিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আনোয়ারের। এসময় আহত হন শাহানার বোন ও ভাগ্নে।

এ ঘটনায় এলাকাবাসী রাস্তা অবরোধ করে বিনিময় পরিবহনের গাড়ি বন্ধের দাবি জানান।

এ বিষয়ে মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি ভাইঘাট এলাকা থেকে জব্দ করা হলেও চালক ও হেলপার আগেই পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।