ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

আশুগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, জুন ১৩, ২০২৪
আশুগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে খুন হৃদয়

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদক নিয়ে বিরোধের জের ধরে হৃদয় (২৫) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রুবেল নামে ঘাতক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে উপজেলার যাত্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত হৃদয় ওই গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হৃদয় ও রুবেলের বিরুদ্ধে মোটরসাইকেল চুরিসহ একাধিক মামলা রয়েছে। সকালে হৃদয়কে ডেকে নিজ বাড়িতে নিয়ে যান একই গ্রামের রুবেল। এ সময় বাড়ির উঠানে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে হৃদয়কে ছুরিকাঘাত করে রুবেল। পরে স্থানীয়রা হৃদয়কে উদ্ধার করে প্রথমে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহম্মেদ জানান, মাদকের টাকা নিয়ে দুজনের মধ্যে বিরোধ ছিল। ঘটনার মূলহোতা রুবেলকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, জুন ১৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।