ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

ছাত্রলীগ নেতার হাতে ট্রফি তুলে দিয়ে সমালোচিত ইউএনও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
ছাত্রলীগ নেতার হাতে ট্রফি তুলে দিয়ে সমালোচিত ইউএনও সংগৃহীত ছবি।

যশোর: `নিষিদ্ধঘোষিত' ছাত্রলীগ নেতার হাতে ট্রফি তুলে দিয়ে সমালোচনার শিকার হয়েছেন যশোরের কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন।  

স্থানীয় একটি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল শেষে বিজয়ী হিসেবে ইউএনও মো. জাকির হোসেনের হাত থেকে ট্রফিটি গ্রহণ করেন কেশবপুর উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক আজহারুল ইসলাম মানিক।

এ ঘটনায় ট্রফি বিতরণের এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।  

এদিকে অবশ্য কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বলেছেন তিনি ওই যুবককে (নেতা) চেনেন না।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মধুসূদন সমাজকল্যাণ সংঘ নামে একটি সংস্থা গত বছরের ১৮ ডিসেম্বর আটটি দলকে নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে। সাগরদাঁড়ি হাইস্কুল মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

আয়োজক মধুসূদন সমাজকল্যাণ সংঘের সভাপতি সাগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দলের উপজেলা কমিটির সদস্য সুভাষ দেবনাথ। আর সাধারণ সম্পাদক একই দলের স্থানীয় নেতা শাহাজান আলী। সংস্থাটি মূলত আওয়ামী লীগ নেতাকর্মী ও ওই ঘরানার লোকদের দ্বারা পরিচালিত।

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় শুক্রবার (৩ জানুয়ারি)। এতে প্রধান অতিথি ছিলেন কেশবপুর উপজেলা ইউএনও মো. জাকির হোসেন। তিনি নিজ হাতে পুরস্কার বিতরণও করেন।

ওই অনুষ্ঠানের পুরস্কার বিতরণের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, চ্যাম্পিয়ন চিংড়া বাজার স্পোর্টিং ক্লাবের অধিনায়ক আজহারুল ইসলাম মানিকের হাতে ট্রফি তুলে দিচ্ছেন ইউএনও।

আজহারুল ইসলাম মানিক কেশবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক, যে সংগঠনটিকে ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করেছে সরকার।

কেশবপুর উপজেলা নির্বাহী ইউএনও প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, আমি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছি। ছাত্রলীগ নেতা মানিককে আমি চিনি না। চিনলে এটা হতো না।

একই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মধুসূদন সমাজকল্যাণ সংঘের সভাপতি ও আওয়ামী লীগ নেতা সুভাষ দেবনাথ, সাধারণ সম্পাদক শাহাজান আলী, সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন খান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মোড়ল।

সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন খান সাংবাদিকদের বলেন, এবছর আমি মধুমেলার মাঠ ইজারা নিয়েছি। তাই উপজেলা নির্বাহী অফিসার ওই অনুষ্ঠানে এসেছেন খবর পেয়ে আমি ওখানে যাই। ওই অনুষ্ঠানের ছবি ছড়িয়ে পড়েছে সোস্যাল মিডিয়ায়। এরপর একেরপর এক সমালোচনায় বিদ্ধ হচ্ছেন ইউএনও জাকির হোসেন।

প্রসঙ্গত, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে এ মাসের শেষ সপ্তাহে কবির জন্মস্থান সাগরদাঁড়িতে শুরু হতে যাচ্ছে ‘মধুমেলা’।

শনিবার রাতে এই বিষয়ে যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, আয়োজকরা পুরস্কার বিতরণের জন্য ইউএনওকে নিয়ে গিয়েছিলেন। সেখানে বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণের সময়ও কেউ ইউএনওকে বিষয়টি জানাননি। তারা আরেকটু সতর্ক হতে পারতেন।

জেলা প্রশাসক বলেন, এ বিষয়ে সতর্ক হওয়ার জন্য ইউএনওসহ অন্য কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।