ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৭ ঘণ্টা, জুন ১, ২০২৪
সিরাজগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।

 

শুক্রবার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কে সদর উপজেলার বহুলি ইউনিয়নের আলোকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন - রায়গঞ্জ উপজেলার হাতপা পাঙ্গাসি গ্রামের যোগেশ সাহার ছেলে মহাদেব সাহা (৬০) ও সদর উপজেলার মুক্তারগাতি গ্রামের আবু তালহার ছেলে এবং  দেওবন্দ মাদ্রাসার হুজুর আবু উবাইদা (২৪)।  আহতদের মধ্যে রয়েছেন নিহত মহাদেব সাহার স্ত্রী ঝরনা রানী। তার অবস্থা আশঙ্কাজনক।  তাকে ঢাকায় হাসপাতালে আনা হচ্ছে।  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, অটোরিকশাটি সিরাজগঞ্জ শহরের কাঠের পুল থেকে যাত্রী নিয়ে রায়গঞ্জের দিকে যাচ্ছিল। রাত সাড়ে ৯টার দিকে অটোরিকশাটি আলোকদিয়া ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান। আহত হন অটোরিকশার চালকসহ আরও তিনজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন।  

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রাকটিকে আটকের জন্য ধাওয়া করার এক পর্যায়ে রাস্তার পাশে ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ ট্রাক জব্দ করেছে।  

বাংলাদেশ সময়: ০১১৪ ঘণ্টা, জুন ০১, ২০২৪
এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।