ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ইয়াবাসহ নারী মাদকবিক্রেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, মে ২১, ২০২৪
ফরিদপুরে ইয়াবাসহ নারী মাদকবিক্রেতা গ্রেপ্তার

ফরিদপুর: ফরিদপুরে ২৫০ পিস ইয়াবাসহ সাহেদা বেগম (৩৮) নামে এক নারী মাদকবিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাহেদার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৫টি মামলা রয়েছে বলে জানা গেছে।

 

মঙ্গলবার (২১ মে) দুপুরে জেলার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য নিশ্চিত করে।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস জানান, গোপন তথ্যের ভিত্তিতে গত সোমবার (২০ মে) রাত সাড়ে ৭টার দিকে জেলা শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবাসহ সাহেদাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৫টি মামলা রয়েছে। এছাড়া তার নামে  নতুন করে আরও একটি মাদক মামলা দায়ের শেষে তাকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মে ২১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।