ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ওয়ান শুটার গানসহ আটক ১

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪
খুলনায় ওয়ান শুটার গানসহ আটক ১

খুলনা: খুলনার বটিয়াঘাটা উপজেলা থেকে দেশীয় তৈরি ওয়ান শুটার গান, মোবাইল ও নগদ অর্থসহ মৃন্ময় রায় (৪৮) নামে একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬।  

আটক মৃন্ময় রায় বটিয়াঘাটা থানার গোপালখালি গ্রামের মৃত নির্মল কৃষ্ণ রায়ের ছেলে।

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে র‌্যাব-৬ এর মুখপাত্র এএসপি তারেক আমান বান্না এ তথ্য জানান।

তিনি জানান, খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন গোপালখালি বাসস্ট্যান্ড এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৩ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে অস্ত্রধারী সন্ত্রাসী মৃন্ময় রায়কে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, একটি মোবাইল এবং ১০ হাজার টাকা উদ্ধারের পর জব্দ করা হয়। জব্দকৃত আলামত ও আটককে খুলনা জেলার বটিয়াঘাটা থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, এপ্রিল ২৪,  ২০২৪
এমআরএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।