ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ক্যাথিড্রাল গির্জা পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
ক্যাথিড্রাল গির্জা পরিদর্শন করলেন ভারতের সহকারী হাইকমিশনার

রাজশাহী: রাজশাহী মহানগরের বাগানপাড়া এলাকায় অবস্থিত উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জা পরিদর্শন করেছেন ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার।  

ইস্টার সানডে উপলক্ষে রোববার (৩১ মার্চ) সকালে তিনি মহানগরের ডিঙ্গাডোবার বাগানবাড়ি এলাকায় যান সেখানে তিনি আজকের দিনের বিশেষ প্রার্থনায় অংশগ্রহণ করেন।



খ্রিস্টযাগের পরে তিনি খ্রিস্টয় কৃষ্টিতে এই ধর্মের মানুষদের সাথে ইস্টার সানডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন।  

এরপর খ্রিস্টান ধর্মালম্বীদের পরিচালনায় পরিচালিত স্নেহনীড় (অনাথালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র), বৃদ্ধাশ্রম এবং রোগীদের আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন ভারতের সহকারী হাইকমিশনার।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৪
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।