ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শিবচরে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
শিবচরে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

মাদারীপুর: জেলার শিবচর উপজেলা থেকে দেড় কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শিবচর-পাঁচ্চর আঞ্চলিক সড়কের ঠাকুরবাজার এলাকার একটি দোকান থেকে তাদের আটক করা হয়।

গোয়েন্দা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গোপন তথ্য পেয়ে ঠাকুরবাজারের সিয়াম এন্টারপ্রাইজে নামে একটি সিমেন্টের দোকানে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বাহেরচর এলাকার সিদ্দিক সরদারের ছেলে হাসান সরদার (২৮) এবং একই এলাকার আবু আলী বেপারীর ছেলে মো. দাদন হোসেনকে (৩৫) আটক করা হয়। পরে তাদের কাছ থেকে দেড় কেজি গাঁজা জব্দ করা হয়।

পুলিশ জানায়, অবৈধ অস্ত্র, মাদক ও জুয়া প্রতিরোধে বিশেষ অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা পুলিশের এ অভিযান চালানো হয়। এ সময় গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। তাদের কাছে থেকে জব্দ গাঁজার মূল্য ৪৫ হাজার টাকা। আটকদের নামে মাদক আইনে মামলাসহ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

বাংলাদেশ সময়: ০৯৩৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।