ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চরফ্যাশনে স্বজনদের সঙ্গে অভিমানে যুবকের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, মার্চ ২১, ২০২৪
চরফ্যাশনে স্বজনদের সঙ্গে অভিমানে যুবকের আত্মহত্যা

ভোলা: ভোলার চরফ্যাশনে পরিবারের সঙ্গে অভিমান করে মো. শাহিন (২৮) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে উপজেলার চরমানিকা ইউনিয়নের চরআইচা গ্রামের বাড়িতে তিনি বিষপান করেন

শাহিন ওরফে শুক্কুর ওই গ্রামের মো. হানিফ বেপারীর ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণ আইচা থানার উপ-পরিদর্শক  (এসআই) আব্দুল খালেক।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পারিবারিক বসতঘরে বসবাস নিয়ে বাবা হানিফ বেপারী, ভাই শাহে আলম, ও জামালের সঙ্গে শাহিনের ঝগড়া হয়। এরপর সকাল ৯টার দিকে ঝগড়ার জের ধরে বাবা ও ভাইদের সঙ্গে অভিমান করে নিজ বসতঘরে শাহিন বিষপান করেন। পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে উদ্ধার করে দক্ষিণ আইচা চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানার উপ-পরিদর্শক আব্দুল খালেক জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২৪
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।