ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ডাসারে ৪২০ বস্তা সারসহ ট্রাক জব্দ, আটক দুই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৪
ডাসারে ৪২০ বস্তা সারসহ ট্রাক জব্দ, আটক দুই

মাদারীপুর: মাদারীপুর জেলার ডাসারে ৪২০ বস্তা টিএসপি সার এবং ট্রাকসহ দুজনকে আটক করছে পুলিশ।

সোমবার (২ ডিসেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার ভাঙ্গা ব্রিজ এলাকা থেকে ট্রাকসহ এই সার জব্দ করা হয়।

আটকরা হলেন- বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের আমির সরদারের ছেলে ট্রাক চালক মো. সাগর সরদার (২২) ও একই গ্রামের ইউনুস খলিফার ছেলে ট্রাকের চালকের সহকারী সোহান (২৪) খলিফা।

পুলিশ জানায়, বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকা থেকে ফরিদপুরে সার পাচার করা হচ্ছে এমন খবরে ঢাকা-বরিশাল মহাসড়কে নজরদারি রাখে ডাসার থানা পুলিশ। এসময় উপজেলার ভাঙ্গাব্রিজ নামক স্থানে সারসহ একটি ট্রাক যেতে দেখলে পুলিশ থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে সঠিক তথ্য দিতে পারেনি ট্রাক চালক। পরে তাদের আটক করা হয়। এসময় ট্রাকে ৪২০ বস্তা সার ছিল।

ডাসার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৪২০ বস্তা সারসহ ট্রাক ও দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ধারা ১৯৭৪ এর ২৫-বি/২৫-ভি মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার জেল হাজতে প্রেরণ করা হবে। '

বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।