ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ৩ নারীসহ মাদকের হোম ডেলিভারি চক্রের ৭ জন গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৪
রাজধানীতে ৩ নারীসহ মাদকের হোম ডেলিভারি চক্রের ৭ জন গ্রেপ্তার

ঢাকা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সংঘবদ্ধ মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায়রা রাজধানীতে তিন জন নারীসহ মাদকের হোম ডেলিভারি চক্রের সাত জনকে গ্রেপ্তার করেছে।

এই সময় তাদের কাছ থেকে আইস-ইয়াবা-টাপেন্টাডল উদ্ধার করা হয়।  

রোববার (২ ডিসেম্বর) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়।

ঢাকা মেট্রো কার্যালয়ের (দক্ষিণ) উপপরিচালক মো. মানজুরুল ইসলামের তত্ত্বাবধানে সর্বশেষ ৪৮ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে ১৬৭০ পিস ইয়াবা, ০৭ গ্রাম আইস ও ১৯০ পিস টাপেন্টাডল নামীয় মাদক উদ্ধার করা হয়।  

পাশাপাশি (২ ডিসেম্বর) পরিদর্শক মো. এনামুল হকের নেতৃত্বে ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের সবুজবাগ সার্কেলের একটি টিম শ্যামপুর থানাধীন মির হাজিরবাগ পাইপ এলাকা থেকে ১১০ পিস ইয়াবাসহ মোছা. আনোয়ারা আলেয়া বেগমকে (৩২) গ্রেপ্তার করা হয়।  

সম্প্রতি ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিণ) কর্তৃক আটক টেকনাফ ভিত্তিক ইয়াবা কারবারিদের জিজ্ঞাসাবাদে রাজধানী ঢাকা জুড়ে একটি সক্রিয় মাদক চক্রের সন্ধান পাওয়া যায়। চক্রটির অধিকাংশ সদস্য নারী এবং এরা বিভিন্ন কৌশলে ইয়াবা ও আইস মাদকসেবীদের বাসায় পৌঁছে দেওয়ার কাজ করেন।  

বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৪
এজেডএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।