ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে ‘জিনের বাদশা’ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৪
গোবিন্দগঞ্জে ‘জিনের বাদশা’ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার গ্রেপ্তার মোশারফ হোসেন মশা

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১২ বছর ধরে পলাতক ছয় বছরের সাজাপ্রাপ্ত প্রতারক ‘জিনের বাদশা’ চক্রের সদস্য মোশারফ হোসেন মশাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্।

 

গ্রেপ্তার মোশারফ গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশুবাড়ী গ্রামের বাবলু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, সাজাপ্রাপ্ত আসামি মোশারফ ২০১২ সালে সিরাজগঞ্জ জেলার জিনের বাদশা সেজে প্রতারণার মামলা নম্বর জিআর- ৫০৮/১২ (সিরাজ) আসামি। ওই মামলায় সিরাজগঞ্জ জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক আসামি মোশারফকে প্রতারণার দায়ে ছয় বছরের সাজা দেন। সাজার রায় ঘোষণার পর থেকে আসামি মোশারফ পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আরও তিনটি প্রতারণার মামলা আছে।

অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (১৩ মার্চ) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের করতোয়া নদীর দুর্গম চর চকরহিমাপুর এলাকা থেকে মোশারফকে গ্রেপ্তার করা হয়। পরদিন বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি শামসুল আলম শাহ্।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ