ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

‘খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা সম্ভব’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, মার্চ ৬, ২০২৪
‘খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা সম্ভব’ বক্তব্য দিচ্ছেন সাকিব আল হাসান

মাগুরা: মহান স্বাধীনতা দিবস এসপি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য বিশ্বসেরা ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসান।  

বুধবার (৬ মার্চ) রাত ৮টার দিকে মাগুরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে চত্বর পুলিশ ব্যাডমিন্টন ক্লাব মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

 

জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মশিউদ্দৌলা রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সমাজ সেবক মাশরুর রেজা কুটিলসহ অন্যারা।

প্রধান অতিথির বক্তব্যে সাকিব আল হাসান বলেন, মাগুরা পুলিশ সর্বোচ্চ কাজ করছে। তারা চেষ্টা করছে, কীভাবে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা যায়।  

পুলিশ প্রশাসনসহ অন্য ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তারা মাগুরাবাসীকে ভালো রাখার জন্য দিন-রাত কাজ করে যাচ্ছে। আর আমি মনে করি, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা সম্ভব।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।