ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

কুড়াল দিয়ে কুপিয়ে শ্যালককে হত্যা, দুলাভাই আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, মার্চ ১, ২০২৪
কুড়াল দিয়ে কুপিয়ে শ্যালককে হত্যা, দুলাভাই আটক

বান্দরবান: বান্দরবানে পারিবারিক কলহের জেরে শ্যালককে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।  

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বান্দরবান সদর উপজেলার তুংক্ষ্যং পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতের নাম শৈক্যপ্রু মারমা (৩০), তিনি সদর উপজেলা কুহালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তুংক্ষ্যং পাড়ার ক্যউচিং মারমার ছেলে।  

এ ঘটনায় হত্যাকারী হিসেবে তার দুলাভাই মংনু মারমাকে (৪৬) আটক করে পুলিশ । তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ত্রিপুরা পাড়ার বাসিন্দা। ।

স্থানীয়রা জানায়, পরিবারের পুরো খরচ বোন জামাতাকেই বহন করার জন্য চাপ প্রয়োগ করছিলেন শৈক্যপ্রু মারমা, এনিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে পাশে থাকা কুড়াল দিয়ে শ্যালকের মাথায় আঘাত করলে ঘটনাস্থলে শৈক্যপ্রু মারমা নিহত হন। পরে স্থানীয়রা বান্দরবান সদর থানায় খবর দিলে পুলিশ ঘাতক মংনু মারমাকে আটক করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।

বান্দরবান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মার্চ ০১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।