ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, মার্চ ১, ২০২৪
নওগাঁয় আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু

নওগাঁ: নওগাঁর বদলগাছিতে আগুনে পুড়ে আলতাফ হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার গোড়শাহী মধ্যপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

 

নিহত আলতাফ হোসেন ওই এলাকার বাসিন্দা।

নিহত আলতাফ হোসেনের ছেলে তরিকুল ইসলাম জানান, তার বাবা বাড়ির আঙিনার সামনে আলাদা একটি ঘরে থাকতেন। বৃহস্পতিবার মধ্যে রাতে হঠাৎ করেই বাবার ঘরে আগুন দেখতে পায় স্থানীয় এক বাসিন্দা। এরপর চিৎকার শুরু করলে আমরা আগুন লাগার বিষয়টি দেখতে পায়। এরপর স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়। কিন্তু আগুন নেভানোর আগেই আমার বাবা আগুনে পুড়ে মারা যান। একইসঙ্গে দুটি ছাগল ও ঘরের সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

বদলগাছি উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মণ্ডল জানান, ঘটনাটি জানার পরে শুক্রবার (০১ মার্চ) সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এবং নিহতের পরিবারকে ৩০ হাজার টাকা সরকারিভাবে সহযোগিতা ও কিছু শুকনো খাবার দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, মার্চ ০১, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।