ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বেলকুচিতে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
বেলকুচিতে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ১

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় মাইক্রোবাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তির নামপরিচয় জানা যায়নি। তবে তিনি অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানা গেছে।  

বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। অটোরিকশাটিকে জব্দ করা হয়েছে। মাইক্রোবাসটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় জব্দ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।