ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ৩৮ সদস্য গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
রাজধানীতে কিশোর গ্যাংয়ের ৩৮ সদস্য গ্রেপ্তার

ঢাকা: রাজধানীতে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৭ গ্রুপের ৩৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত বিমানবন্দর, বনানী, মহাখালী, টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

কিশোর গ্যাং গ্রুপগুলো হলো- বাবা গ্রুপ, জাউরা গ্রুপ, ডি কোম্পানি ও জাহাঙ্গীর গ্রুপ। এসব গ্রুপের সদস্যরা এলাকায় ছিনতাই, মাদকসহ সন্ত্রাসী নানা তাণ্ডব করে আসছিল।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ বিষয়ে শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরায় র‌্যাব-১ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।  

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
এসজেএ/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।