ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে অটোরিকশার ধাক্কায় সবজি বিক্রেতা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
সিদ্ধিরগঞ্জে অটোরিকশার ধাক্কায় সবজি বিক্রেতা নিহত

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মো. মজনু মিয়া (৪৮) নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন।

শনিবার (১৭ ফেব্রয়ারি) রাত ৯ টার দিকে আদমজী-নারায়ণগঞ্জ নাগিনা জোহা মহা সড়কের শিমুলপাড়া পূর্ব মুনলাইট এলাকায় ঘটনাটি ঘটে।

এ ঘটনায় আটক করা হয়েছে চালককে।

আটককৃত অটোচালকের নাম শাওন। তার বয়স ১৮ বছর। সে (নাসিক) ৬ নং ওয়ার্ডস্থ পূর্ব শিমুলপাড়া এলাকার বাসিন্দা মোশারফ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, নাগিনা জোহা সড়ক পার হওয়ার সময় দ্রতগামী একটি অটোরিকশা ধাক্কা দিলে সবজি বিক্রেতা মজনু ছিটকে গিয়ে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি পূর্ব শিমুলপাড়া আইলপাড়া এলাকার আরশাদ আলীর ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।