ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভালুকায় অটোরিকশা-পিকআপ ভ্যানের সংঘর্ষে ২ বোন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৪
ভালুকায় অটোরিকশা-পিকআপ ভ্যানের সংঘর্ষে ২ বোন নিহত

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকা উপজেলায় অটোরিকশা-মুরগিবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই বোন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অটোরিকশার থাকা আরও তিন যাত্রী।

 

শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার উথুরা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  

নিহরা হলেন- উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড় গ্রামের মইজুদ্দিনের স্ত্রী আসমা আক্তার (৩৫) ও মোশাররফ হোসেনের স্ত্রী শিরিনা আক্তার (২৬)। তারা দুজন সহোদর বোন।  

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) কাজল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানায়, সকালে একটি যাত্রীবাহী অটোরিকশা করে হাতিবেড় থেকে ভরাডোবা বাজারে যাচ্ছিলেন তারা। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মুরগিবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আসমা ও শিরিন আক্তার মারা যায়। এসময় আহত হন নিহতদের আরেক বোনসহ আরও তিনজন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ভালুকা থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।