ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কামারখন্দে বালুর ট্রাক উল্টে কিশোর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
কামারখন্দে বালুর ট্রাক উল্টে কিশোর নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বালু বোঝাই ট্রাক উল্টে বালুর নিচে চাপা পড়ে আসিফ (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।  

রোববার (২৮ জানুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কয়েলগাঁতী পশ্চিম পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসিফ উপজেলার কয়েলগাঁতী গ্রামের শাহীনের ছেলে।

স্থানীয়রা জানান, একটি ট্রাক উল্লাপাড়া থেকে বালু নিয়ে কয়েলগাঁতী গ্রামে আসছিল। পথে আসিফ ও তার খেলার সাথীরা ওই ট্রাকে বালুর ওপরে উঠে বসেছিল। কয়েলগাঁতী পশ্চিম পাড়ায় ঢুকলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের 
খাদে উল্টে যায়। এতে বালুর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আসিফ মারা যায়। খবর পেয়ে রাতে ফায়ার সার্ভিস কর্মী এবং পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মতিন বলেন, ঘটনার পর থেকে ট্রাকের চালক ও হেলপার পলাতক।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।