ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পাটুরিয়ায় ফেরি ডুবি: দ্বিতীয় দিনে উদ্ধার হলো একটি ট্রাক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
পাটুরিয়ায় ফেরি ডুবি: দ্বিতীয় দিনে উদ্ধার হলো একটি ট্রাক

মানিকগঞ্জ: পাটুরিয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া ফেরি উদ্ধারে দ্বিতীয় দিনের অভিযান শুরু হওয়ার পরে বিকেলে একটি ট্রাক (কুষ্টিয়া-ট, ১১২৬৩৩) টেনে তোলা হয়েছে।  

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উদ্ধারকারী জাহাজ রুস্তম ট্রাকটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে।

 

এর আগে গতকাল বুধবার (১৭ জানুয়ারি) উদ্ধারকারী জাহাজ হামজা দুটি ট্রাক উদ্ধার করে। আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ রুস্তম উদ্ধারকাজে যোগ দেয়।  

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান একেএম মতিউর রহমান বলেন, নিখোঁজ হুমায়ুন কবিরকে উদ্ধারে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল কাজ করছে। উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজা দিয়ে যানবাহনগুলো উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধারকারী জাহাজ প্রত্যয় যোগ দিলে ফেরি উদ্ধারের কাজ শুরু হবে।  

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।