ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সস্ত্রীক ভোট দিয়েছেন প্রধান বিচারপতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
সস্ত্রীক ভোট দিয়েছেন প্রধান বিচারপতি

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সস্ত্রীক ভোট দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

রোববার (৭ জানুয়ারি) দুপুর দেড়টায় নেত্রকোনায় অবস্থিত মোহনগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রে স্ত্রী নাফিসা বানুসহ প্রধান বিচারপতি ভোট দেন।

ভোট দেওয়ার পর প্রধান বিচারপতি বলেন, ভোটের পরিবেশ ভালো। ভোটাধিকার প্রয়োগ প্রতিটি নাগরিকের দায়িত্ব। আশা করছি সবাই সে দায়িত্ব পালন করবেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ভোটগ্রহণ চলছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এদিকে ইসি সচিব জানিয়েছেন, দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত ১৮ দশমিক ৫০ শতাংশ ভোট পড়েছে। ঢাকায় ভোট পড়েছে ১৭ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
ইএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।