ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মানুষের ভালোবাসা পেতেই নির্বাচনে আসা, জানালেন সাকিব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
মানুষের ভালোবাসা পেতেই নির্বাচনে আসা, জানালেন সাকিব

মাগুরা: দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাকিব আল হাসান বলেছেন, দেশ বিদেশে লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার দিয়ে আমি কি করব? মাগুরার মানুষের ভালোবাসা যদি না পাই। নিজ এলাকার মানুষের ভালোবাসা পেতেই নির্বাচনে আসা।

তারা যদি ভালোবেসে ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলেই আমার সার্থকতা।  

সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

জানা যায়, সাকিব আল হাসানের ভোটের প্রচারণায় রাতদিন যেন এখন সমান। নির্বাচনের সময় যতোই এগিয়ে আসছে সাকিবের প্রচার-প্রচারণাও তেমন বাড়ছে। ভোটারদের মন জোগাতে মাগুরা শহরের অলিগলি গ্রামের বাড়িবাড়ি যাচ্ছেন। জনসভা থেকে পথসভা, জনসংযোগ কিছুই বাদ দিচ্ছেন না। সেলফি তুলছেন ক্রিকেট খেলছেন। হাত মেলাচ্ছেন মেটাচ্ছেন নানা আবদার।  

সাকিব আল হাসানের একটাই চাওয়া তাকে যেন সবাই নৌকায় ভোট দেন।  

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।