ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ভারতের শিক্ষা শিবিরে অংশ নিচ্ছে খেলাঘরের ১৬ সদস্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
ভারতের শিক্ষা শিবিরে অংশ নিচ্ছে খেলাঘরের ১৬ সদস্য

ঢাকা: ভারতে আন্তর্জাতিক শিক্ষা শিবিরে অংশ নিচ্ছেন খেলাঘরের ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসরের পক্ষ থেকে সর্বভারতীয় শিশু-কিশোর সংগঠন সবপেয়েছির আসরের ৬৪ তম আন্তর্জাতিক শিক্ষা শিবিরে অংশ নিতে যাওয়া ১৬ সদস্যের প্রতিনিধি দলকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে।

রাজধানীর শান্তিনগরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগামী প্রকাশনীর কর্ণধার ও খেলাঘর প্রেসিডিয়াম সদস্য ওসমান গণি।

বক্তব্য রাখেন খেলাঘরের সাধারণ সম্পাদক প্রণয় সাহা, প্রেসিডিয়াম সদস্য শফিকুর রহমান শহীদ, সংগঠক ড. শাহাদাৎ হোসেন নিপু, অশোকেশ রায়, রাজন ভট্টাচার্য, অনিকেত আচার্য, ইকবাল চৌধুরী, মেঘলা ও রফিকুজ্জামান নয়ন।

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মল্লারপুর উচ্চ বিদ্যালয়ে আগামী ২৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া ক্যাম্পটি শেষ হবে থেকে ৩০ ডিসেম্বর।  আগামী ২ জানুয়ারি তাদের দেশে ফেরার কথা রয়েছে।

খেলাঘরের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হান্নান চৌধুরী। সহ-টিম লিডারের দায়িত্বে আছেন প্রবীর সাহা। টিম সদস্যদের মধ্যে রয়েছেন, গোবিন্দ বাগচি, সুজন মজুমদার, মুক্তা রানী ঠাকুর, শাহানা ফেরদৌসী লাকি, শামীম শিকদার, রুবায়েতুল ইসলাম প্রীতম, সুস্মিত সাইফ আহমেদ, শেখ তামিম মজিদ, কুলসুম আক্তার, অর্নামনি মজুমদার,  এরিনা আক্তার, অবন্তিকা রায়, জেরিন তাসনিম রাইসা ও চন্দ্রিমা বণিক।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৩
আরকেআর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।