ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সোনারগাঁয়ে ১২০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
সোনারগাঁয়ে ১২০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস

নারায়ণগঞ্জ: সোনারগাঁ উপজেলায় ১২০০ অবৈধ আবাসিক ও প্রায় তিন কিলোমিটার গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দিনব্যাপী অভিযানে অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিও জব্দ করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন এ অভিযান পরিচালনা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ম্যানেজার এরশাদ মাহমুদ।

তিনি জানান, সোনারগাঁ উপজেলার সাদিপুর, নয়াপুর সম্মেলন মাঠ সংলগ্ন এবং মিরেরটেক বাজারের চারটি স্পট সনাক্ত করে আনুমানিক ১২০০ আবাসিক চুলার অবৈধ লাইন বিচ্ছিন্ন করা হয়। এ সময় ৫০০ ফিট পাইপ জব্দ করা হয়।

অভিযানে তিতাস গ্যাসের সোনারগাঁ জোনাল অফিসের প্রকৌশলী রিয়াজুল ইসলাম, সহকারী প্রকৌশলী সোহেল, শাহিন, সোনারগাঁ থানা ও নারায়ণগঞ্জ পুলিশ লাইনের বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
এমআরপি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।