ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ১

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া ও সোনামসজিদ এলাকায় পৃথক অভিযান চালিয়ে সাতটি বিদেশি পিস্তল, ১৩টি ম্যাগজিন ও ২৯৩ রাউন্ড গুলিসহ রুমি বেগম নামে এক নারীকে আটক করেছে বিজিবি।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ-কানসাট আঞ্চলিক সড়কের সোনামসজিদ এলাকায় রুমি নামে এক নারীর কাছে থাকা শুঁটকি মাছের ব্যাগে তল্লাশি করা হয়।

এসময় তার ব্যাগে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলি পাওয়া যায়। এছাড়া বিজিবির অন্য একটি দল চাকপাড়া থেকে ছয়টি পিস্তল, ম্যাগজিন ও গুলি জব্দ করে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ০৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।