ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কালিহাতীর এলেঙ্গায় দাদাকে কুপিয়ে হত্যা, ছেলে-নাতি পলাতক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
কালিহাতীর এলেঙ্গায় দাদাকে কুপিয়ে হত্যা, ছেলে-নাতি পলাতক

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে আনছের আলী নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নাতির বিরুদ্ধে।

রোববার (১৭ ডিসেম্বর) রাতে উপজেলার এলেঙ্গা পৌরসভার সৌরভপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনছের আলী ওই এলাকার মৃত নালু শেখের ছেলে।

এ ঘটনায় নিহত আনছেরের ছেলে ফারুক হোসেন ও নাতি মফিজুল পলাতক আছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় আনছের আলীর সঙ্গে ছেলে ও নাতির ঝগড়া বাধে। ঝগড়ার এক পর্যায়ে আনছের আলীকে দাঁ দিয়ে মাথায় আঘাত করে নাতি মফিজুল। এতে আনছের আলী মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আসছারের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। নাতি মফিজুল মাদকাসক্ত ছিল বলেও জানান তারা।

এ ব্যাপারে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, নাতি তার দাদাকে দাঁ দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।