ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বশেফমুবিপ্রবিতে মহান বিজয় দিবস উদ্‌যাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৩
বশেফমুবিপ্রবিতে মহান বিজয় দিবস উদ্‌যাপন

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) মহান বিজয় দিবস-২০২৩ উদ্‌যাপন করা হয়েছে। এ সময় শোভাযাত্রা, আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান।  

সকাল ১০.৩০ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।  

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে উপাচার্যের নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান গেট প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য।  

এদিকে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান। তিনি বিজয় দিবসে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে নতুন প্রজন্মকে দেশ গড়ার কাজে নিয়োজিত হওয়ার আহ্বান জানান।

এ সময় অনুষ্ঠানে পাঁচজন মুক্তিযোদ্ধাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা ও ক্রেস্ট তুলে দেন উপাচার্য।

সংবর্ধনাপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন- বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুস্তম আলী ঠিকাদার, বীর মুক্তিযোদ্ধা মো. সুজাত আলী ফকির, বীর মুক্তিযোদ্ধা মো. দুলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা দীপক চন্দ্র ঘোষ এবং বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান।  

বিজয় দিবস উদ্‌যাপন কমিটির আহ্বায়ক ড. আব্দুস ছাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মৃণাল কান্তি রায় চৌধুরী ও রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  

আয়োজক কমিটির সদস্য সচিব কৃষিবিদ মো. আনিসুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজাত আলী ফকির, প্রক্টর (ভারপ্রাপ্ত) এস.এম. ইউসুফ আলী, ফিশারিজ বিভাগের চেয়ারম্যান মুহাম্মদ রফিকুল বারী, অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন, কর্মচারী পরিষদের সভাপতি মো. আব্দুল মান্নান, ছাত্রলীগের আহ্বায়ক কাওসার আহমেদ স্বাধীন, সাধারণ সম্পাদক মো. তাইফুল ইসলাম পলাশ এসময় বক্তৃতা করেন।  

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট (ভারপ্রাপ্ত), শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।  

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।