ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৯২৫ দিন পর কারামুক্ত হলেন মাওলানা আমির হামজা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৩
৯২৫ দিন পর কারামুক্ত হলেন মাওলানা আমির হামজা

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন মাওলানা আমির হামজা।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ।

গ্রেপ্তারের ২ বছর ৬ মাস ১৪ দিন অর্থাৎ ৯২৫ দিন পর কারামুক্ত হলেন এ জনপ্রিয় ইসলামি বক্তা।  

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ লুৎফর রহমান জানান, গতকাল বুধবার বিকেলে আমির হামজার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই করে বৃহস্পতিবার দুপুরে কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ২০২১ সাল থেকে তিনি কারাগারে বন্দি ছিলেন।

উল্লেখ্য, ২০২১ সালের ২৪ মে ওয়াজের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর অভিযোগে মুফতি আমির হামজাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৩
আরএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।