ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বাসের ধাক্কায় প্রবাসী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৩
বাসের ধাক্কায় প্রবাসী নিহত

বরিশাল: রাস্তা পারাপারের সময় ঢাকা -বরিশাল মহাসড়কের বাসের ধাক্কায় এক প্রবাসী নিহত হয়েছেন।

রোববার (০৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার নতুন শিকারপুরের মুন্সিবাড়ির দরজা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতের নাম মো. আলতাফ মুন্সী(৫৫)। তিনি শিকারপুর ইউনিয়নের মণ্ডপাশা গ্রামের মৃত করিম মুন্সির ছেলে।

নিহত আলতাফের ভাতিজা মাসুম মুন্সী জানান, শিকারপুর হাট থেকে বাজার নিয়ে বাড়িতে ফিরছিলেন চাচা আলতাফ মুন্সী। পথে ঘটনাস্থলে ঢাকা-বরিশাল মহাসড়কের পূর্বপাশ হতে পশ্চিম পাশে যাওয়ার সময়  ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং এর পরপরই বাসটি পালিয়ে যায়। ঘটনাস্থলে চাচার মৃত্যু হয়।

উজিরপুর মডেল থানার এস আই ওসমান জানান, দুর্ঘটনার সময় স্থানীয় লোকজন মাগরিবের নামাজ আদায় করছিলেন বলে ঘাতক বাসটি চিহ্নিত করতে পারেনি।

উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, ঘাতক বাসটি পরিচয় নিশ্চিত করে আটক করার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৩
এমএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।