ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ৩ বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৩
রাজধানীতে ৩ বাসে আগুন বাসের আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী, আগারগাঁও ও গাবতলীতে তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২ ডিসেম্বর) রাত ১০ টা, ১১ টা ও ১১ টা ৯ মিনিটে পৃথক তিনটি স্থানে পরপর তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম জানান, রাত ১০টার দিকে যাত্রাবাড়ী থানাধীন করাতিটোলা এলাকায় ডেমরা রুটে চলাচলরত একটি একটি লোকাল বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

ধারণা করা হচ্ছে যাত্রীবেশে বাসটিতে আগুন দেওয়া হয়েছে। আগুনে কোনো হতাহতের ঘটনা নেই, প্রাথমিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান ওসি।

এদিকে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, রাত ১১টার সময় আগারগাঁও বেতার ভবনের সামনে ভূঁইয়া পরিবহনের একটি বাসে আগুন দেয় দূর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর কিছুক্ষণ পর রাত ১১টা ৯মিনিটে গাবতলী বাস টার্মিনালে পদ্মা লাইনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সেখানেও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কে বা কারা বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। তবে কোন হতা-হতের ঘটনা ঘটেনি বলেও জানান শাহজাহান শিকদার।

বাংলদেশ সময়: ০১১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৩
পিএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।