ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে ১৭ মামলা, আসামি ৪ হাজার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে ১৭ মামলা, আসামি ৪ হাজার

সাভার (ঢাকা): ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে সাভারের আশুলিয়ায় বিভিন্ন কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় নতুন করে আশুলিয়া থানায় আরও ৫টি মামলা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দায়ের করা মামলার সংখ্যা দাঁড়ালো ১৭টিতে।

 

সোমবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে এসব তথ্য জানান ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম।

তিনি বলেন, আগের ১২টি মামলার পর নতুন আরও ৫টি মামলা হয়েছে। ১৭টি মামলার মধ্যে ৪টি মামলায় মোট নামীয় আসামি আছে ৬১ জন, বাকিরা অজ্ঞাতনামা। গ্রেপ্তার রয়েছেন মোট ৭ জন। ১৭টি মামলায় মোট অজ্ঞাতনামা আসামির সংখ্যা প্রায় ৪ হাজার।  

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩ 
এসএফ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।