ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৩
ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

ময়মনসিংহ: ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ময়মনসিংহ নগরীর সুতিয়াখালী এলাকায় বিকল হয়ে গেছে। এতে বন্ধ হয়ে গেছে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ।

 

বুধবার (১ নভেম্বর) বেলা পৌনে ২ টার দিকে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলস্টেশনের মাস্টার মো: নাজমুল হক খান।

এতে ট্রেন যাত্রীদের চলাচলে বিড়ম্বনার সৃষ্টি হয়েছে।

তবে খুব দ্রুত সময়ের মধ্যে বিকল ইঞ্জিন মেরামতের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ের লোকোশেড ইনচার্জ মো. আলাউদ্দিন।  

তিনি আরও বলেন, ইঞ্জিন বিকল হওয়ার খবর পেয়ে ইতোমধ্যে রিলিফ ট্রেন নিয়ে আমরা ঘটনাস্থলে এসে মেরামত কাজ করছি। আশা করছি কিছুক্ষণের মধ্যেই ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে উঠবে।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।