ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে পৃথক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
গোপালগঞ্জে পৃথক দুর্ঘটনায় নিহত ২ প্রতীকী ছবি

গোপালগঞ্জ: গোপালগঞ্জে পৃথক দুর্ঘটনায় ট্রাকচালক মো. মাহবুর মোল্যা (৩৫) ও রহমত শেখ (৩০) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে গোপালগঞ্জ পৌরসভার মিয়াপাড়া এলাকা ও জেলার কাশিয়ানী উপজেলার মাজড়া এলাকায় পৃথক এ ঘটনা ঘটে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রোমান মোল্যা ও গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বিচিত্র কুমার বিশ্বাস ঘটনা দুটি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কালেম্বরদী গ্রামের মোকাম্মেল মোল্যার ছেলে মো. মাহবুব মোল্যা ও গোপালগঞ্জ পৌরসভার মিয়াপাড়া এলাকায় কেরামত শেখের ছেলে রহমত শেখ।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই মো. রোমান মোল্যা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রাক খুলনা যাচ্ছিল। এসময় ট্রাকটি ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর মাজড়া এলাকায় এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।  

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অন্যদিকে, গোপালগঞ্জ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বিচিত্র কুমার বিশ্বাস জানান, গোপালগঞ্জ পৌরসভার মিয়াপাড়া এলাকায় মোবাইলফোনের চার্জারে বিদ্যুতের লাইন দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন রহমত শেখ। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।