ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নিহত পুলিশ সদস্যের গ্রামে শোকের ছায়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
নিহত পুলিশ সদস্যের গ্রামে শোকের ছায়া আমিরুল ইসলাম পারভেজ: ফাইল ফটো

মানিকগঞ্জ: ঢাকার নয়াপল্টন এলাকায় পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আমিরুল ইসলাম পারভেজ নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত কনস্টেবলের নিজ গ্রামে বইছে এখন শোকের ছায়া ।

 

শনিবার(২৮ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জের দৌতলপুরের চরকাটারী ইউনিয়নের চেয়ারম্যান মো. আয়ুব আলী মণ্ডল।  

নিহত কনস্টেবল মো. আমিনুর ইসলাম পারভেজ বীর মুক্তিযোদ্ধা সেকান্দার আলী মোল্লার বড় ছেলে। নদী ভাঙনের কারণে বর্তমানে পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার দাপ্তিয়র ইউনিয়নের ফয়েজপুর অঞ্চলে প্রায় দুই বছর ধরে বসবাস করছেন। পারিবারিক জীবনে পারভেজ বাবা মা ভাই বোন স্ত্রীসহ এক মেয়ে সন্তানের জনক ছিলেন।

চরকাটারী ইউনিয়নের স্থানীয় ৮ নং ওয়ার্ডের মেম্বার গফুর মণ্ডল বলেন, ঢাকায় কর্মরত অবস্থায় আমার গ্রামের বীর মুক্তিযোদ্ধা সেকান্দার ভাইয়ের ছেলে পারভেজ মারা গেছে এমন খবর পেয়ে অনেক কষ্ট পেয়েছি। ছেলেটি সম্পর্কে প্রতিবেশী ভাতিজা হয়, স্বভাব চরিত্রের দিক থেকে বাবার মতোই ছিল, যেমন স্পষ্টবাদী তেমনি সাহসী। তার মৃত্যুর খবরে পুরো গ্রামে বইছে শোকের ছায়া।

ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. আয়ুব আলী মণ্ডল বলেন, পুলিশ সদস্য পারভেজদের বসবাস এক সময় ছিল আমার ইউনিয়নে তবে তারা বর্তমানে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের ফয়েজপুর গ্রামে বসবাস করছে। ছেলেটির মৃত্যুর সংবাদটি শোনার পর থেকেই খারাপ লাগছে বীর মুক্তিযোদ্ধা সেকান্দার ভাইয়ের জন্য।

নিহত পারভেজের বড় বোন সেফালি বেগমের ছেলে সবুজ বলেন, দিনের বেলায় মামা মারা গেছে এমন সংবাদ শুনেই ঢাকা এসেছি, এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছি। কখন মামার মরদেহ পরিবারের সদস্যদের কাছে হতান্তর করা হবে তেমন কিছুই আমাদের বলেনি।

এ বিষয়ে মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খান বলেন, ঢাকায় নিহত পুলিশ সদস্য পারভেজ দৌলতপুর উপজেলার চরকাটারী ইউনিয়নের বাড়ি হলেও অনেকদিন ধরে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা ফযেজপুর গ্রামে থাকেছেন।  

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।