ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শীতলক্ষ্যা নদীতে মিলল যুবকের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৩
শীতলক্ষ্যা নদীতে মিলল যুবকের মরদেহ প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদী থেকে এক যুবকের (২৮) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় শহরের টানবাজার মীনাবাজার ঘাট থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ নৌ থানার পরিদর্শক শহীদুল ইসলাম জানান, স্থানীয় লোকজন টানবাজার মীনাবাজার ঘাটে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহতের পরনে কালো গেঞ্জি ও টাউজার ছিল। তার পরিচয় জানার জন্য পুলিশ কাজ করছে। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।