ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে চুরি হওয়া সিএনজিসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
খাগড়াছড়িতে চুরি হওয়া সিএনজিসহ আটক ৪

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে চুরি হওয়া দুই সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। এসময় আন্তঃজেলা চোর চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) রাতে মানিকছড়ি ফরেনার্স চেকপোষ্টে অভিযান চালিয়ে সিএনজি দুই উদ্ধার করা হয়।  

জানা গেছে, গত মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে মানিকছড়ির মহামুনি এলাকা থেকে ওয়াজ মাহফিল চলাকালীন একটি সিএনজি চুরি হয়। পরে ওই দিন রাতে মো. নুরুল আলম বাদী হয়ে মানিকছড়ি থানায় মামলা দায়ের করেন।

পরে অভিযান চালিয়ে মানিকছড়ির ফরেনার্স চেকপোস্ট এলাকা থেকে সিএনজি দুটি উদ্ধার করা হয়। এসময় আন্তঃজেলা চোর চক্রের চার সদস্যকে আটক করা হয়।  

আটকরা হলেন- ফেনীর লেমুয়া এলাকার নুরুল হুদার ছেলে আব্দুল্লাহ আল শামীম (২৪), ফরহাদ নগর এলাকার নুরে জামাল উদ্দিনের ছেলে
মো. মোজাম্মেল হক (২৩), ছাগলনাইয়া এলাকার মো. রেদোয়ানের ছেলে সালমান হোসেন রেজভী (১৯) এবং দাগনভূইয়া এলাকার আব্দুল রাজ্জাকের আব্দুল হান্নান রাসেল (২৪)। অপর সিএনজিটি ঘটনার তিনদিন আগে ফেনী থেকে চুরি করে আনা হয়।

খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর জানান, ঘটনার দুই ঘণ্টা পর চুরি হওয়া সিএনজিসহ চোর চক্রের সদস্যদের গ্রেপ্তার করেছি। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২০৭  ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
এডি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।