ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শেখ রাসেল দিবসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের শ্রদ্ধা 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
শেখ রাসেল দিবসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের শ্রদ্ধা 

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিনে ‘শেখ রাসেল দিবস ২০২৩’ পালন উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (১৮ অক্টোবর) রাজধানীর বনানী কবরস্থানে তাঁর সমাধিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ হতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, এমপি।

পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।  

পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এছাড়া বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসেও যথাযোগ্য মর্যাদায় দিবসটিি উদযাপিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
টিআর/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।