ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সহযোগী গ্রেপ্তার

অতিথি করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সহযোগী গ্রেপ্তার

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আতিকের সহযোগী জহিরুল ইসলাম পান্নাকে (৪৬) গ্রেপ্তার করেছে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তার জহিরুল ইসলাম পান্নাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের হাবীব হাসপাতালের সামনে থেকে পান্নাকে গ্রেপ্তার করা হয়। ছাত্র-জনতার আন্দোলনে তিনি আতিকের সহযোগী হিসেবে সরাসরি গণহত্যায় অংশ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার জহিরুল ইসলাম পান্না বরিশালের কোতোয়ালি থানার চরপাওলিয়া গ্রামের মো. আব্দুল লতিফ খানের ছেলে। তিনি আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকায় বাড়ি নির্মাণ করে বসবাস করছেন। এলাকার ছাত্রলীগ নেতা আতিকের সহযোগী হিসেবে তিনি নানা অপরাধেও যুক্ত।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ গ্রহণকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় শতাধিক আন্দোলনকারী নিহত হন। তাদের পরিবারের দায়ের করা হত্যা মামলার পান্না এজাহারভুক্ত আসামি।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (ওসি) মো. জালাল উদ্দিন বাংলানিউজকে বলেন, জহিরুল ইসলাম পান্নাকে অভিযান পরিচালনা করে গ্রেপ্তারের পর সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া বাংলানিউজকে বলেন, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানায় হস্তান্তর করে। তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।