ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ঐতিহ্যবাহী লাঠিখেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৩
বাগেরহাটে ঐতিহ্যবাহী লাঠিখেলা

বাগেরহাট: বাগেরহাটে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে।  

জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে শালতলা মোড়ের জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে এ খেলা অনুষ্ঠিত হয়।

 

খেলায় চিতলমারি, মোল্লাহাট ও মোংলা উপজেলার তিনটি দল অংশ নেয়। প্রতিটি দল লাঠি নিয়ে তাদের শারীরিক কসরত প্রদর্শন করেন।

শারীরিক কসরতের মধ্যে উল্লেখযোগ্য ছিল, লাঠিখেলা, কলস মাথায় নিয়ে হাঁটা, ডিগবাজি, নাচ, বউসাজা ও বিভিন্ন ধরনের প্রতিরোধ কৌশল। এসব দেখে উচ্ছ্বাসে মেতে ওঠে শিশু-কিশোররা।  

গ্রাম-বাংলার লাঠিখেলা দেখতে জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক মানুষ হাজির হন। বিভিন্ন দলের শারীরিক কসরত দেখে আনন্দ প্রকাশ করেন তারা। কিছুক্ষণের জন্য পুরোনো দিনে ফিরে যান বয়স্করা।  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।