ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীকে ইভটিজিং করার দায়ে মাসুম (২৪) নামের এক বখাটে যুবককে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।  

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এ কারাদণ্ড প্রদান করেন নবীনগর সহকারী কমিশনার ভূমি মাহমুদা জাহান।

 

মাসুম পার্শ্ববর্তী কৃষ্ণনগর ইউনিয়নের গৌর নগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান জানান, মাসুম বিভিন্ন সময় স্কুল কলেজের সামনে দাঁড়িয়ে মেয়েদের উত্ত্যক্ত ও আপত্তিকর ছবি তুলে তাদের ব্ল্যাক মেইল করত। আজ দুপুরে অভিযোগের মাধ্যমে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটক করা হয়। এ সময় তার মোবাইলে বিভিন্ন মেয়েদের সঙ্গে আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়ায় তার মুঠোফোনটি জব্দ করা হয়েছে।  

তিনি আরও জানান, আটক যুবককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে এ ধরনের ঘটনা আর ঘটবে না  মর্মে তার মুচলেকা নেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।