ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নানিয়ারচরে ইউপিডিএফের সশস্ত্র সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
নানিয়ারচরে ইউপিডিএফের সশস্ত্র সদস্য আটক

রাঙামাটি: রাঙামাটির নানিয়ারচর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ইউপিডিএফের (মূল দল) সশস্ত্র সদস্য মনিশ চাকমাকে (৪০) আটক করা হয়েছে।  

রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এমন তথ্য নিশ্চিত করেছেন নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার।

ওসি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার নানিয়ারচর সদর ইউনিয়নের দ্বিচান পাড়ায় এ বিশেষ অভিযান চালানো হয়। এসময় অস্ত্র ও গোলাবারুদসহ ইউপিডিএফ মূল দলের সশস্ত্র এ সন্ত্রাসীকে আটক করা হয়। আটক ব্যক্তি ইউপিডিএফ মূল দলের সেকশন কমান্ডার বলে জানা গেছে।

নিরাপত্তা বাহিনী সূত্রে জানানো হয়, দ্বিচান পাড়ায় মনিশ চাকমার বাড়িতে ব্যাপক তল্লাশি চালিয়ে একটি ৩১৫ বোর রাইফেল, ম্যাগজিন, ছয় রাউন্ড অ্যামুনিশন এবং একটি ওয়াকিটকি পাওয়ায় তাকে আটক করে যৌথ বাহিনী। পরে এসব অস্ত্র ও গোলাবারুদসহ আটক মনিশকে নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয়।

ওসি বলেন, এ ঘটনায় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।