ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে তারসহ ৩ চোর ধরা

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে তারসহ ৩ চোর ধরা

বাগেরহাট: বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি করা ২৬৩ কেজি তামার তারসহ চোরচক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে।  

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে বিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর গেটে একটি মাইক্রোবাস তল্লাশি করে তার উদ্ধার করে আনসার সদস্যরা।

এসময় চুরির সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়। একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।

উদ্ধার তামার তার তারের আনুমানিক মূল্য ৩ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা এবং মাইক্রোবাসটির আনুমানিক মূল্য ৫ লাখ টাকা।

আটক ব্যক্তিরা হলেন - বাগেরহাটের ভাড়াশিয়া এলাকা আশরাফ আলীর ছেলে মো. মেহেদী হাসান (১৯), খুলনা জেলার রুপসা উপজেলার উত্তর খাজাডাঙ্গা গ্রামের নুর মোহাম্মদ শেখের ছেলে মো. মাহাবুব হোসেন (২১) এবং সোনাডাঙ্গা থানার গোবরচাকা এলাকার মফিজ সরদারের ছেলে মো. জাহাঙ্গীর সরদার (৪৮)।

মামলা দায়েরপূর্বক মালামালসহ আটক ব্যক্তিদের রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।

৩ আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক শাহনাজ জেসমিন এসব তথ্য জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।