ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ছুটির দিনে হাতিরঝিলে বেপরোয়া গতির মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেল তরুণের

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
ছুটির দিনে হাতিরঝিলে বেপরোয়া গতির মোটরসাইকেলের সংঘর্ষ,  প্রাণ গেল তরুণের

ঢাকা: রাজধানীর হাতিরঝিল মহানগর ব্রিজের ওপর বেপরোয়া গতির দুই মোটরসাইকেল সংঘর্ষে আফজাল মোল্লা (২০) নামে এক তরুণ নিহত হয়েছে। এ ঘটনায় ফুয়াদ হাসান (২৩) নামে এক যুবক আহত হয়েছেন।

শুক্রবার (১৭জানুয়ারি) বিকেল ৫টার দিকে ঘটনাটি ঘটে। মারাত্মক আহত অবস্থায় ওই যুবককে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করা হয়।

হাসপাতালে মৃত আফজালের ছোট ভাই মো. রবিন মোল্লা বলেন, তাদের বাড়ি মাদারীপুর জেলার শিবচড় থানার উত্তরাইল গ্রামে। বাবার নাম মো. লিয়াকত আলী মোল্লা। বর্তমানে তেজগাঁ শিল্পাঞ্চল বেগুনবাড়ি এলাকায় ভাড়া থাকে। এবং গনি রোডে সরকারি যানবাহন শাখার গাড়ির ম্যাকানিকের কাজ করতো।

তিনি আরও বলেন, শুক্রবার ছুটি থাকায় বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিল। বিকেলে জানতে পারি হাতিরঝিল মহানগর ব্রিজে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছে। দ্রুত সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যায়। আর আহত ফুয়াদ হাসান (২৩) স্থানীয় একটি হাসপাতালে ভর্তি আছে।

ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যার ওই যুবকে হাতিরঝিল থেকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।