ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সালথার ভাওয়াল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হলেন আবু মোল্যা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
সালথার ভাওয়াল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হলেন আবু মোল্যা  মো. আবু মোল্যা।

ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবু মোল্যা।  

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক উজ্জামান ফকির মিয়া ও ইউপি সদস্যদের মতামতের ভিত্তিতে এই প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করার বিষয়টি নিশ্চিত করে ভাওয়াল ইউপি সচিব ফয়সাল মোল্যা বলেন, ইউনিয়ন পরিষদের মাসিক মিটিংয়ে সব ইউপি সদস্যদের মতামতের ভিত্তিতে মো. আবু মোল্যাকে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।  

নবনির্বাচিত প্যানেল চেয়ারম্যান আবু মোল্যা বলেন, আমি চেষ্টা করবো আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে ও জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।