ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে প্রাইভেটকারের ধাক্কায় যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
গাজীপুরে প্রাইভেটকারের ধাক্কায় যুবক নিহত

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন বড়বাড়ি এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় ইব্রাহীম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১০ সেপ্টেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহীম পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার কিসমত রামপুর এলাকার মজিদ হাওলাদারের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, বড়বাড়ি এলাকায় বাসা ভাড়া থেকে গাড়ির হেলপার হিসেবে কাজ করতেন ইব্রাহীম। সকালে তিনি টঙ্গীর বিসিক এলাকায় যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। ‌ বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৌঁছালে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে তাইরুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ইব্রাহীমকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তরুণ কুমার বাংলানিউজকে জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২৩
আরএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।